বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল জাসদ : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপসহ তৎকালীন বামসংগঠনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল। মঙ্গলবার রাজধানীর আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জাসদ এবং ন্যাপসহ তৎকালীন বামসংগঠনগুলো দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল। এটা সত্য। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই।
হানিফ বলেন, ওই বাম সংগঠনের অনেক নেতারা বিষয়টি স্বীকারও করেছেন। তারা বলেছেন, ৭২-৭৫'র বঙ্গবন্ধু সরকারের সময় যা করেছিলেন তা ভুল ছিল।
এর আগে গত রোববার রাজধানীতে শোক দিবসের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতাবিরোধীরা কখনো বঙ্গবন্ধুর ওপর আঘাত হানতে পারত না, যদি এই গণবাহিনী, জাসদ বঙ্গবন্ধুর বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে, মানুষ হত্যা করে, এমপি মেরে পরিবেশ সৃষ্টি না করতো।
তবে সোমবার এক বিবৃতিতে বঙ্গবন্ধু হত্যার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে জাসদ।

No comments

Powered by Blogger.