ফাঁসির পোশাকে কাঠগড়ায় মুরসি!

আসামির পোশাকে নয়! ‘মৃত্যুদণ্ডের’ পর এই প্রথমবারের মতো ফাঁসির পোশাকেই (লাল রঙের জামা-পায়জামা) আদালতে হাজির করা হল মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় থাকা কারাবন্দিদের ওই পোশাক পরানো হয়। আল আহরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কায়রোর একটি অপরাধ আদালতে কাতারের কাছে সরকারি তথ্য ফাঁসের অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে মুরসিকে হাজির করা হয়। এ সময় তার গায়ে লাল পোশাক ছিল। এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টকে এ পোশাক পরানো হল। মিসরের ইতিহাসে মুরসিই প্রথম জনগণের রায়ে নির্বাচিত প্রেসিডেন্ট। এ দিন মামলাটির শুনানি আগামী ২৫ জুন পর্যন্ত মুলতবি করেন বিচারক। ওই মামলায় মুরসিসহ আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এটি মুরসির বিরুদ্ধে চলমান চতুর্থ মামলা। একই আদালত গত মঙ্গলবার মুরসিসহ মোট ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়। ২০১১ সালে ওয়াদি নতরন জেল ভেঙে পালানোর সময় ‘হত্যা’ ও ‘হত্যাচেষ্টা’র অভিযোগে তাদের এ শাস্তি দেয়া হয়। অন্য দুটি মামলার মধ্যে একটিতে মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া হামাস, হিজবুল্লাহসহ বৈদেশিক শক্তির কাছে দেশের তথ্য পাচারের অভিযোগে অপর মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার। মিসরে ২০১১ সালে গণআন্দোলনের মুখে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে দেশটিতে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের পদে বসেন মুসলিম ব্রাদারহুড সমর্থিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির নেতা মোহাম্মদ মুরসি (৬৩)।

No comments

Powered by Blogger.