স্কটল্যান্ডে আবার স্বাধীনতা সুর

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই স্কটল্যান্ডের স্বাধীতার প্রসঙ্গটি আবার সামনে চলে এসেছে। গত বছরের সেপ্টেম্বরে গণভোটে সামান্য ব্যবধানে স্কটিশ স্বাধীনতার দাবিটি নাকচ হয়ে গেলেও বৃহস্পতিবারের নির্বাচনে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সোচ্চার স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) ভূমিধস জয়ের পর ভবিষ্যৎ ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবার এ ইস্যুটি চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্কটল্যান্ডের মোট ৫৯টি আসনের মধ্যে ৫৬টি আসনেই জয়লাভ করেছে এসএনপি। পাত্তা পায়নি ক্ষমতাসীন রক্ষণশীলরাও এবং লেবার পার্টি বা লিবারেল ডেমোক্রেটিকের মতো ঘাগু দলগুলোও। তাহলে কি স্কটিশদের স্বাধীনতার জন্য দলটির ৮০ বছরের চেষ্টা সার্থক হতে চলেছে? ভেঙে যেতে বসেছে যুক্তরাজ্য? স্কটল্যান্ডের ভোটগণনা শেষে এটাই জনমনে প্রশ্ন হয়ে ফিরছে। মাত্র কয়েক মাস আগেই স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতা প্রত্যাখ্যান করেছিলেন স্কটিশরা। আজকের নির্বাচনী ফল কি তাহলে আগের সিদ্ধান্তকে ভুল মনে করছেন স্কটিশরা- এমনই ইঙ্গিত দিচ্ছে? উল্লসিত এসএনপি নেতা নিকোলা স্টারজিওন অবশ্য এসব প্রশ্নের উত্তর এক শব্দেই দিয়ে দিচ্ছেন- ‘না’। অবশ্য এই ‘না’-তেও খানিকটা পেঁচও কষেছেন তিনি। খবর বিবিসির। তিনি জানান, তার দল পুরো স্কটল্যান্ডের সব মানুষের হয়েই কাজ করবে, কাজ করবে প্রত্যেক স্কটিশের জন্য।

No comments

Powered by Blogger.