গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন দায়ীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

নড়াইলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ১৮ই মে প্রতিবেদন দাখিলের জন্য নড়াইলের জেলা প্রশাসক ও লোহাগড়া থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূর চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটাস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। রিট আবেদনে ওই নির্যাতনের ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়। এতে বলা হয়, নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের গৃহবধূ ববিতা খানমকে (২১) চুরির অভিযোগে গত ৩০শে এপ্রিল গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটায় তার স্বামী শফিকুল শেখসহ অন্যরা। নির্যাতনের একপর্যায়ে ববিতা জ্ঞান হারান। ওই অবস্থায় তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম গত ৫ই মে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ শফিকুলের চাচা হিরু মিয়াসহ (৩৮) দুজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে।

No comments

Powered by Blogger.