রাহুল গান্ধী গরুর মাংস খাওয়ায় নেপালে ভূমিকম্প!

ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভূমিকম্পের জন্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে দায়ী করলেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ। বিতর্কিত এই বিজেপি এমপির দাবি, ‘গরুর মাংস খেয়ে নিজেকে শুদ্ধ না করেই পবিত্র কেদারনাথে যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। তারই ফলে নেপালে ভূমিকম্প হয়েছে!’ ভূমিকম্পের মতো ভয়াবহ ঘটনায় এ ধরনের উদ্ভট মন্তব্য করায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মতো মানবিক বিপর্যয় নিয়ে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা করা হচ্ছে।
কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব সোমবার জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের কতিপয় সাথী অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এবং সংকীর্ণ মনোভাব নিয়ে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা চালাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘এ রকম মন্তব্য করে তিনি শুধু কেদারনাথের ওপর বিশ্বাস রাখা মানুষদেরই অপমান করেননি বরং ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিপর্যস্তদের প্রতিও উপহাস করেছেন।’ গত সপ্তাহেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেদারনাথ মন্দির দর্শনে যান। সেখানে পুজো দেয়ার পর তিনি মন্দিরের আশপাশে ঘুরে দেখেন এবং মাটিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রামও করেন। ডিএনএ, হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.