'মরু সাহারা' হওয়ার পথে ভারত!

আরও আধুনিক স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট-সহ নানা উচ্চপ্রযুক্তির গ্যাজেট তৈরি করে বিশ্বকে হাতের মুঠোয় রাখার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছে মানুষ। আর গ্যাজেট-দুনিয়ায় ভারত একটি অন্যতম বড় বাজার। কিন্তু যে বিষয়টি নিয়ে অবিলম্বে সজাগ হওয়া উচিত, সেটাই চরম ভাবে ব্রাত্য। এবং যার ফল আগামী ৫ বছরের মধ্যেই হাড়ে হাড়ে টের পেতে চলেছে ভারত। ভারতের বেশির ভাগ অঞ্চলই পরিণত হতে চলেছে মরুভূমিতে! বিজ্ঞানীরা জানাচ্ছেন, অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে ভারতে বৃষ্টিপাত কমছে মাত্রাতিরিক্ত হারে। এবং গাছ কাটা এতটাই বেড়ে গিয়েছে যে, আগামী ৫ বছরেই বর্ষা সরে যাবে একেবারে দক্ষিণ ভারতের দিকে। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স (IIS)-এর একটি গবেষণার রিপোর্টে বেশ আশঙ্কাজনক। রিপোর্ট বলছে, উন্নত নগর গড়তে গাছ কাটা বেড়ে যাওয়ায়, ভারতের জলবায়ুতে চরম হারে বেড়েছে কার্বন ডাইঅক্সাইড। ফলে তাপমাত্রার একটা ভয়াবহ বৈষম্য চোখে পড়বে। দেখা যাচ্ছে, সার্বিক ভাবে যে তামপমাত্রা পরিমাপ করা হচ্ছে, সেই তুলনায় স্থানীয় এলাকাগুলিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বর্ষার বৃষ্টি ক্রমেই কমে যাচ্ছে।
বস্তুত, গোটা বিশ্বকেই গাছ কাটার খেসারত দিতে হবে। তবে বিজ্ঞানীদের মতে, সবচেয়ে বেশি হারে বৃষ্টিপাত কমছে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকায়। তাই ভারতের কপালে যে খাঁড়া ঝুলছে, বলা বাহুল্য।

No comments

Powered by Blogger.