জার্মান প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ১৬ই অক্টোবর রবার্ট বস্ক ফাউন্ডেশনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিতে ড. ইউনূস বার্লিনে যান। জার্মানির অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিন ব্যাপী কনফারেন্সে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন জোয়াকিম গক। এ বছর প্রতিপাদ্য ছিল ভবিষ্যৎ গঠন: নাগরিক সমাজের ভূমিকা। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক জার্মান কেন্দ্রীয় মন্ত্রী ড. জার্ড মুয়েলার এবং সদ্য শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সংগঠনের ভবিষ্যৎ  কার্যক্রমগুলোতে সামাজিক ব্যবসা প্রচারণা করার পরিকল্পনা রয়েছে বস্ক ফাউন্ডেশনের।

No comments

Powered by Blogger.