আফগানিস্তানে ৫ ধর্ষকের ফাঁসি আজ

মানবাধিকার গ্রুপগুলো আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনি ধর্ষণের দায়ে মৃত্যুদ- পাওয়া ৫ আসামীর ফাঁসির রায় কার্যকর করা বন্ধ করার আহ্বান জানিয়েছে। আজ কোন এক সময় ওই ৫ ধর্ষকের ফাঁসি কার্যকর হওয়ার কথা রয়েছে। আগস্ট মাসে একটিট বিয়ে থেকে ফেরার পথে পাগমান শহরে চার নারীর ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ৫ ব্যক্তি। এ নিয়ে মামলা হওয়ার পর আদালত তাদেরকে শাস্তি হিসেবে মৃত্যুদ- দেয়। সেই মৃত্যুদ- আজ কার্যকর হওয়ার কথা। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছেছ, এ নিয়ে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাতে অনেকটা ব্যত্যয় ঘটেছে। রয়েছে সাক্ষ্য প্রমাণের অভাব। অভিযুক্তদের শক্তি প্রয়োগ করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ধর্ষণের এ ঘটনাটি তখন আফগানিস্তানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। মিডিয়ায় ব্যাপক আকারে লেখালেখি হয়। আজ ধর্ষকদের ফাঁসি কার্যকর করার কথা থাকলেও এটর্নি জেনারেল আত্তা মোহাম্মদ নূরী বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্তও সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ওদিকে মানবাধিকার বিষয়ক আরেক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব ধরণের মৃত্যুদ- বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এ বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রাজনৈতিক প্রভাবে। তাই প্রেসিডেন্ট আশরাফ গনির উটিত এ ধরণের মৃত্যুদ- রহিত করা। অবিলম্বে সব ধরনের মৃত্যুদ- রহিত করতে একটি ডিক্রি জারি করতে হবে। এটা হবে মৃত্যুদ- বাতিল করার প্রথম পদক্ষেপ। একই ভাভে হিউম্যান রাইটস ওয়াচ নতুন প্রেসিডেন্টের কাছে এ মামলাটির নিরপেক্ষ পর্যালোচনার আহ্বান জানিয়েছে। এ মামলার বিচার শুরুর আগেই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সুপ্রিম কোর্টের কাছে অভিযুক্তদের ফাঁসি দেয়ার আহ্বান জানিয়েছিলেন। গত সপ্তাহে তিনি নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝে দেয়ার আগে এই মৃত্যুদ-ের রায়ে সই করেছেন।

No comments

Powered by Blogger.