বাংলাদেশী পরিচারিকাকে নির্যাতন গৃহকর্ত্রীর জেল

হংকংয়ে কর্মরত বাংলাদেশী পরিচারিকা রোকসানা বেগমের শরীরে গরম পানি ঢেলে পুড়িয়ে দেয় গৃহকর্র্ত্রী অ ওয়াই চুন (৬১)। এ নিয়ে মামলা হলে দেশটির একটি আদালত রায়ে চুন’কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রায় ১৮ মাসের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে সাউথ চাইনা মর্নিং পোস্ট। চুন হংকংয়ের সাবেক সরকারি কর্মকর্তা। রায় ঘোষণার সময় বিচারক পাং চুং পিং বলেন, অ ওয়াই চুন যখন রোকসানা বেগমের শরীরে গরম পানি ঢেলেছে তখন সে শহরের সুনাম ক্ষুণ্ন্ন করেছে। এতে রোকসানা বেগমের বুক ঝলসে গেছে। বিচারক চুনকে উদ্দেশ্য করে বলেন, হংকংয়ের চাকরিদাতাদের প্রতি বিদেশী কর্মীদের যে আস্থা রয়েছে আপনি শুধু সেটাই নষ্ট করেননি বরং তাদের সুনামেরও হানি করেছেন। চুনের শারীরিক অসুস্থতা ও তার বন্ধু, স্বজন, চিকিৎসকদের অনুরোধ বিবেচনায় বিচারক দণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চুন তার বিরুদ্ধে আনীত গুরুতর শারীরিক ক্ষতি করার অভিযোগ থেকে রেহাই পেলেও, শারীরিক ক্ষয়ক্ষতি সাধনের অপেক্ষাকৃত লঘু অভিযোগ এড়াতে পারেনি। ঘটনার দিন চুন রোকসানাকে এক কাপ গরম পানি দিতে বলেন। পানি হাতে পাওয়ার পর তা যথেষ্ট গরম নয় বলে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ বাকবিতণ্ডার পর রোকসানার শরীরে ওই পানি ঢেলে দেয় চুন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ফার্স্ট টু সেকেন্ড ডিগ্রি বার্নের শিকার হয় রোকসানা। চুনের আইনজীবী জুডি মা আদালতে যুক্তি প্রদর্শন করে, রোকসানা নিজেই নিজেকে পুড়িয়েছেন। এমন দাবির পেছনে সে যুক্তি প্রদর্শন করে, রোকসানা বাংলদেশে ফেরত যেতে চাইছিল আর চুন ও চুনের বন্ধু লিউং শের-ইং (রোকসানার চাকরি চুক্তিনামায় চাকরিদাতা হিসেবে উল্লিখিত ব্যক্তি) এর কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আসায় তিনি এমনটা করেছেন। এছাড়া এমন কোন হামলা চালানোর মতো চুন শারীরিকভাবে সক্ষম নয়। আদালত মেডিকেল বিশেষজ্ঞদের কাছ থেকে নেয়া সাক্ষ্যে নিশ্চিত হয়েছেন বিভিন্ন অসুস্থতার কারণে হাত, পা, পিঠ ও ঘাড়ে তীব্র ব্যথায় ভুগছেন চুন। সব সাক্ষ্য-প্রমাণের আলোকে বিচারক পাং বলেছেন, রোকসানার ওপর গরম পানি ঢালতে গিয়ে চুনের সাময়িক ব্যথা অনুভূত হতে পারে। কিন্তু সেটা ওই হামলার সম্ভাবনা নাকচ করে দেয় না।

No comments

Powered by Blogger.