আফগানিস্তানে বাজারে বোমা হামলা

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ৮৯ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে হাসাপাতাল সূত্র থেকে জানান হয়েছে। মঙ্গলবার পাকতিকা প্রদেশের একটি ব্যস্ত বাজারে এ বোমা বিস্ফোরিত হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, অরগুন জেলার বাজারে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলার সময় বাজারের লোকজন পবিত্র রজমান মাসকে কেন্দ্র করে কেনাকাটায় ব্যস্ত ছিল।
এখনও কেউ এ ন্যক্কারজনক হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকার সঙ্গে পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত গোলযোগপূর্ণ এলাকার সীমান্ত রয়েছে। পাকিস্তানের হাক্কানি নেটওর্য়াকের তালেবান গোষ্ঠী তৎপর থাকার পরও অরগুনকে পাকতিকার অন্যতম নিরাপদ এলাকা হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তায় পেতে রাখা বোমায় দেশটির বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দুই কর্মী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই পাকতিকায় হামলা হয়।

No comments

Powered by Blogger.