মেয়ের জন্য রাজত্ব দাবি!

আমেরিকার ভার্জিনিয়ায় জেরেমিয়াহ হিটন নামের এক ভদ্রলোক মিসর ও সুদানের মধ্যবর্তী এক টুকরা জমিকে নিজের রাজ্য হিসেবে দাবি করেছেন। কেবল দাবি করেই ক্ষান্ত হননি, তিনি তার স্ত্রী কেলিকে রানী এবং সাত বছরের মেয়ে এমিলিকে রাজকন্যা হিসেবে অভিহিত করছেন। এই মেয়েই সত্যিকারের রাজকন্যা হওয়ার ইচ্ছা প্রকাশ করায় তিনি অনেক খোঁজাখুঁজি করে রাজ্যের সন্ধান পেয়েছেন।
মিসর ও সুদানের মধ্যবর্তী বির তাউইলের ৮০০ বর্গমাইল এলাকা বিতর্কিত ভূমি হিসেবে বিবেচিত। বিতর্কিত হওয়ার কারণে এই পার্বত্য এলাকাটির মালিকানা কোনো দেশই দাবি করেনি। ফলে পৃথিবীতে যে অল্প কিছু অঞ্চল এখনও কোনো দেশের মালিকানাধীনে নেই, বির তাউইল তার অন্যতম। তিনি ওই এলাকা দাবি করে ইতিমধ্যেই মিসর ও সুদান দূতাবাসে চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো জবাব পাননি। আর এই দুই দেশ তাকে রাজা হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত তিনি সত্যিকারের রাজা হতে পারছেন না। ওয়ার্ল্ড বুলেটিন।

No comments

Powered by Blogger.