এবার সময় উদযাপনের

গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরীর ভূমিকায়। গ্র“পপর্ব থেকে শুরু করে ইতিহাস গড়ার আগ পর্যন্ত বিশ্বস্ত হাতে দলকে বাঁচিয়েছেন অনেকবার। অবশেষে এক মাসের কঠিন পরীক্ষা শেষ। শিরোপা জেতার পর তাই ম্যানুয়েল নুয়ারের মুখে বিশ্ব জয়ের হাসি। বললেন, এবার উদযাপনের সময়। নুয়ার জানালেন, বাকি জীবন হাসিমুখে, মাথা উঁচু করে চলার উপলক্ষ পেয়ে গেছেন তারা।
১৯৯০ সালের পর আরেকবার বিশ্ব ফুটবলের শীর্ষে বসল দেশটি। ২৪ বছরের অপেক্ষার অবসান করে চতুর্থ শিরোপা জিতল জার্মানি। উচ্ছ্বসিত নুয়ার বলেন, ‘এখন আমরা অন্তত পাঁচ সপ্তাহ উদযাপন করব। একটা সময় গিয়ে উদযাপন থামাতে হবে কিন্তু সব সময় আমরা হাসিমুখেই হাঁটব।’ সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’জয়ী নুয়ার আরও বলেন, ‘আমরা জিতেছি, এটা অবিশ্বাস্য। প্রস্তুতিতে আমাদের কিছু সমস্যা ছিল। এখানে যারা নেই তাদের কথা আমাদের ভাবতে হবে। তারাও এখন চ্যাম্পিয়ন।’ ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.