এরশাদের ভারত যাওয়া বন্ধ, নেপথ্যে!

সব প্রস্তুতি নিয়েছিলেন ভারত যাওয়ার। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করলেন সফর। দলের ভেতরে ও বাইরে নানা জল্পনা। দলের নানা সূত্র বলছে, দিল্লির সিগন্যাল না পাওয়ায় এরশাদের সফর বাতিল করতে হয়েছে। এ নিয়ে দিনভর আলোচনা ছিল দলের ভেতরে ও বাইরে। যদিও এরশাদের পক্ষ থেকে জানানো হয় অসুস্থতার কারণেই সফর স্থগিত করা হয়েছে। এ কারণে গতকাল খানিক সময়ের জন্য হাসপাতালেও গিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরে আসেন। অসুস্থতার কারণে এরশাদ সফর স্থগিত করেছেন- এমন যুক্তির বাইরে দিল্লির সিগন্যাল না পাওয়াকেই বড় কারণ বলে জানিয়েছেন জাতীয় পার্টির দায়িত্বশীল সূত্র। সিনিয়র এক নেতা আরও জানান, এর বাইরে শারীরিক অসুস্থতাও একটি কারণ। ছেলের ভর্তির বিষয়ে খোঁজ নিতে ভারত যাওয়ার কথা বলা হলেও ভারত সরকারের সঙ্গে সরকারের পক্ষে যোগাযোগের লক্ষ্যও ছিল প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের। এর আগে সফরের প্রস্তুতি নিয়ে শনিবার দুপুরে প্রেসিডেন্ট পার্কের বাসায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে বৈঠক করেন এরশাদ। দলের  কোষাধ্যক্ষ  ও ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অব.) খালেদ আখতার মানবজমিনকে জানান, এরশাদ সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি ভারতে যাচ্ছেন না। অসুস্থ হয়ে পড়ার পর সকাল ১১টার দিকে তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানে পরীক্ষা শেষে তাকে ২৪ ঘণ্টা  বিশ্রামে থাকতে বলা হয়েছে। এদিকে, এরশাদের এ সফর বাতিল নিয়ে দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে নানা আলোচনা। কি কারণে হঠাৎ এই সফর বাতিল করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন  খোদ দলের  নেতারাই। তবে জাপার বিভিন্ন সূত্র জানিয়েছে, এরশাদের ভারত সফর বাতিলের পেছনে একাধিক কারণ থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে নিজের বক্তব্য তুলে ধরেন এরশাদ। এছাড়া জাতীয় পার্টির অভ্যন্তরীণ মেরুকরণ নিয়ে চিন্তিত সাবেক এই সেনাশাসক। এমন অবস্থায় তার ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছিল ব্যাপক আলোচনা। শেষ মুহূর্তে এই সফর বাতিল নতুন আলোচনার জন্ম দিয়েছে।

No comments

Powered by Blogger.