এই মাঠ এই জন্মভূমি

আমিতো চলেছি আমার পথেই
এই গতিবেগ আমাকে দিয়েছে চলার সাহস
আকাশের মেঘ ইশারায় বলে
এসো এসো এসো ক্লান্ত পথিক
পথের প্রেরণা ছেড়োনা ছেড়োনা
যেতে হবে দূরে আরো বহু দূরে
পায়ের শব্দে নতুন অব্দে
মাথার ওপর এই যে নীলের আয়োজন দেখ
তার কিছু কথা তোমার খাতায় একটু লেখ
লেখক খোলা বুকে তোমার সম্মুখে নেই কোনো বাধা
তবু জেন তোমার হায়াত আয়ুর বাধা
পার হতে হবে যদি যেতে চাও সীমানা পেরিয়ে
এক পা বাড়িয়ে একটু দাঁড়িয়ে
দাঁড়িয়ে দেখতো তোমার মতন কেউ কি ছিল?
ছিলনা ছিলনা ছিলনা কাব্য কিংবা গদ্যে এতোটুকু মিলও
পদধ্বনির শব্দ মিলিয়ে
দুই পাশের কিছু কাব্য মিলিয়ে
এবার এসোছো খিল খুলবার দরজার কাছে
যদি খিল খোলে কেউ তুমি কি বলবে
দিল খুলে দাও?
তবু দেখ কেউ তোমার বুকের বুতাম খুলছে
মাঝখানে ঐ হৃদয় দুলছে
এবার তোমার পায়ের শব্দে খুলে যাক দ্বার
খুলুক আঁধার আলোর ধাঁধার
এগুতে এগুতে এসেছো কোথায় জান কি তুমি?
হাত দিয়ে দেখো এই মাটি এই জন্মভূমি।

No comments

Powered by Blogger.