বেনগাজি হামলার নায়ক খাত্তালা আটক

বেনগাজি হামলার সন্দেহভাজন মূল নায়ক আকমেদ আবু খাত্তালাকে আটক করেছে যুক্তরাষ্ট্র। ১৫ জুন লিবিয়ায় এক গোপন অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনী তাকে আটক করে বলে মঙ্গলবার পেন্টাগন জানিয়েছে। এ ঘটনায় মার্কিন সেনাবাহিনীর ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার অন্যতম শহর বেহগাজির মার্কিন দূতাবাসে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। হামলায় লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার আমেরিকান নিহত হয়েছিলেন। এ হামলার ঘটনায় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার এডমিরাল জন কিরবে এক লিখিত বিবৃতিতে জানান, কোনো রকম বেসামরিক ক্ষয়ক্ষতি ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং অভিযান শেষে সব মার্কিন সেনা নিরাপদে লিবিয়া ছেড়েছে। এই সেনা অভিযান সম্পর্কে বিস্তারিত উল্লেখ না করে তিনি কেবল বলেন, রোববার বিকালে বেনগাজি শহরের কাছে ওই ঝটিকা অভিযান চালানো হয়েছিল। তিনি আরও বলেন, আবু খাত্তালাকে বর্তমানে লিবিয়ার বাইরে এক নিরাপদ স্থানে রাখা হয়েছে। যদিও তিনি কোনো নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করেননি। তবে রয়টার্স জানিয়েছে, বর্তমানে তাকে একটি মার্কিন জাহাজে আটক করে রাখা হয়েছে। এদিকে আহমেদ আবু খাত্তালাকে গ্রেফতার করার খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা বাহিনীর ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন, আমেরিকানরা যখনই কোনো হামলার মুখে পড়বে সেই হামলাকারীকে আমরা খুঁজে বের করবোই, যত সময়ই লাগুক না কেন।

No comments

Powered by Blogger.