মোদিকে মায়ের আশীর্বাদ

দলের জয়ের বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়ার পর গতকাল
দুপুরে আশীর্বাদ নিতে মায়ের বাসায় যান নরেন্দ্র মোদি। রয়টার্স
৬৩ বছর বয়সী ছেলে নরেন্দ্র মোদির মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন এক বৃদ্ধা৷ তিনি ভারতের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রীর মা হীরাবেন৷ মায়ের সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্তের সেই দৃশ্য নিজে স্মার্টফোনে তুলে (সেলফি) টুইটারে প্রকাশ করেছেন মোদি৷ দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন—এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরপরই মোদি গুজরাট রাজ্যের বাসভবন থেকে বের হয়ে মায়ের আশীর্বাদ নিতে যান৷ গুজরাট রাজ্যের গান্ধীনগরের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন৷
মোদি দেখা করতে যাওয়ার আগে প্রার্থনায় মগ্ন ছিলেন ৯৫ বছর বয়সী হীরাবেন৷ মোদির ছেলেবেলায় তাঁর মা সংসারের খরচ জোগাতে প্রতিবেশীদের বাড়িতে কাজ করেছেন৷ অটোরিকশায় চড়ে এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান৷ হীরাবেন গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘মোদির জন্য আমার আশীর্বাদ রয়েছে৷ আশা করি, সে গুজরাটের মতোই সারা দেশের উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারবে৷’ মোদি নিজের টুইটারে লিখেছেন, ‘ভারত জয়ী হয়েছে! এটা ভারতেরই জয়৷ শিগগিরই সুদিন আসছে৷’ এনিডটিভি ও জি নিউজ৷

No comments

Powered by Blogger.