পশুপালক থেকে প্রেসিডেন্ট

জ্যাকব জুমা
নেতৃত্বের সহজাত গুণ রয়েছে তাঁর মধ্যে৷ তবে কেলেঙ্কারিও কম নয় তাঁর৷ কিন্তু সমালোচনা যেন তাঁর গায়েই লাগে না৷ জনপ্রিয়তাও থাকে অটুট৷ এ জন্য তাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷ ৭২ বছর বয়সী জুমা এককালে স্বাধীনতাসংগ্রামে লড়েছেন৷ পারিবারিক এক বন্ধুকে ধর্ষণ এবং দুর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি রাজনীতিতে বেশ দাপটের সঙ্গে আছেন৷
এ ছাড়া ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় ব্যয়ে ব্যক্তিগত বাড়ির জৌলুশ বৃৃদ্ধির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷ বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নায়ক নেলসন ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে জুমাকে টিটকারির মুখোমুখি হতে দেখা গেছে৷ তার পরও তাঁর নির্বাচনী প্রচারণায় লোকজনের কমতি নেই৷ এএনসির মিত্র কনফেডারেশন অব সাউথ আফ্রিকান ট্রেড ইউনিয়নসের প্রধান এসদুমো দলামিনি বলেন, একজন গৃহকর্মীর ছেলে জুমার রয়েছে দরিদ্র ও শ্রমিক শ্রেণীর কাছে ‘শক্তিশালী গ্রহণযোগ্যতা’৷ তিনি জনগণের লোক এবং শ্রমিকদের মতোই বড় হয়েছেন৷ বর্ণবাদী শাসনের যুগে ১০ বছর কারাগারে ছিলেন জুমা৷ তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসমর্থনের কারণেই তিনি অশিক্ষিত পশুপালক থেকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হয়েছেন৷ এএফপি৷

No comments

Powered by Blogger.