থমকে গেছেন র‌্যাম্প মডেল রুহি

থমকে গেছেন দেশের শীর্ষস্থানীয় র‌্যাম্প মডেল রুহি। হঠাৎ করেই যেন তার এই থমকে যাওয়া। যতটা ভাবনায় ছিল তার কোনটি ঘটেনি বলেই বর্তমানে পুরো স্থির হয়ে আছেন চলচ্চিত্রে নবাগত এই নায়িকা। সমসাময়িক অথবা সিনিয়র অন্য নায়িকা-অভিনেত্রীরা যেখানে নাচে-গানে, আনন্দ-আয়োজনে পুরো চলচ্চিত্র দিবস মাতিয়ে রেখেছিলেন গত ৩রা এপ্রিল। সেদিন সন্ধ্যায় অল্প সময়ের জন্য এফডিসিতে একঝলক দেখা গেছে রুহিকে।
তাও চেহারায় মন খারাপের একটা ভাব ছিল। তার এ অবস্থা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন- রুহির মন খারাপের হেতু কি! যে রুহি এফডিসি মাতিয়ে রাখেন তিনি এফডিসিতে এভাবে মন খারাপ করে থাকার কারণ কি হতে পারে! জানা যায়, গত সপ্তাহে রুহি অভিনীত প্রথম ছবি মুক্তি পেয়েছে। মুনসুর আলী পরিচালিত ছবির নাম ‘৭১’র সংগ্রাম’। ছবিতে রুহির বিপরীতে অভিনয় করেছেন আমান। এ ছবির মধ্য দিয়েই জীবনে প্রথমবার বড়পর্দায় উপস্থিত হয়েছেন রুহি। ছবিটি প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি। এ বিষয়ে রুহি বলেন, দর্শক কি চায় তা বোঝা কষ্টকর। তবে দেশাত্মবোধক একটি ছবির মধ্য দিয়ে নিজের প্রেক্ষাগৃহে উপস্থিতি ঘটেছে। এতেই আমি সন্তুষ্ট। এদিকে রুহি অভিনীত দুটি ছবি নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। ছবি দুটি হলো শান্তি চৌধুরীর পরিচালনায় ‘মায়ানগর’ ও অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রি’। এ ছবি দুটির মধ্যে অনিমেষ আইচের পরিচালনায় ছবিটিতে অভিনয় নিয়ে সন্দেহ ছিল রুহির। কারণ, ইতিপূর্বে এই পরিচালকের ‘না মানুষ’ ছবির মধ্য দিয়ে মৌসুমী মৌমীর অভিষেক হলেও আজ পর্যন্ত ছবিটি শেষ হয়নি। মাঝপথে আটকে রয়েছে। কিন্তু এরই মধ্যে জানা যায়, খুব দক্ষতার সঙ্গে নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির শুটিং শেষ করেছেন অনিমেষ আইচ। রুহির নায়ক মাহফুজ আহমেদ। এছাড়া ছবিতে আরও একজন নায়িকা অভিনয় করছেন। তিনি জয়া আহসান। ছবিটি আসছে পয়লা বৈশাখে মুক্তির কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় সেটা সম্ভব নয়। এদিকে রুহি অভিনীত আটকে আছে ‘মায়ানগর’ ছবিটি। এ ছবিতে তার সঙ্গে আরও অভিনয়ে আছেন নিপুণ, রোজ ও তানভীর। ছবি নিয়ে তৈরি হয়েঠে নানা সমস্যা। বাজেট ছড়িয়ে গেছে বহুগুণ। ফলে রুহি অভিনীত ‘মায়ানগর’ ছবিটি মাঝপথে আটকে যায়। এসব মিলিয়েই চলচ্চিত্রে নতুন সম্ভাবনা রুহি থমকে গেছেন বলে জোর গুঞ্জন। অনেকেই তার থমকে যাওয়ার আরেক কারণ হিসেবে পরিচালক মুনসুর আলীর সঙ্গে প্রেম সম্পর্ককেও দায়ী করছেন।

No comments

Powered by Blogger.