নিখোঁজ বিমান কান্দাহারে, সব আরোহী জীবিত!

রাশিয়ার একটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে, ২৩৯ আরোহীসহ নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ বিমানটি আফগানিস্তানের সীমান্তবর্তী কান্দাহারের কাছে পাকিস্তানে শনাক্ত করা হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, গ্রামের একটি রাস্তায় ডানা ভাঙা অবস্থায় বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছে।
শুধু তাই নয়। এতে আরও বলা হয়েছে, বিমানটির সব আরোহী বেঁচে রয়েছেন এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাটির তৈরি বিভিন্ন কুঁড়েঘরে থাকছেন তারা। অবশ্য, ওই রিপোর্টে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। এমকে.আরইউ’র ওয়েবসাইটে এ রিপোর্ট প্রকাশিত হয়েছে।  রাশিয়ার প্রথম সারির গণমাধ্যম হিসেবে বিবেচিত হয় এটি। এদিকে ওই রিপোর্টে আরও বলা হচ্ছে, বিশেষজ্ঞদের কয়েকজন এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে মালয়েশিয়ার কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে এ তথ্যের ব্যবধানটাও বিস্তর। তারা বলছেন, ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং আরোহীদের কেউ বেঁচে নেই।

No comments

Powered by Blogger.