মমতা-মনমোহন একই মঞ্চে

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। লড়াইয়ের ময়দানে একে অপরের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে ভারতের কংগ্রেস-তৃণমূল। সেই পরিস্থিতিতেই কলকাতা জাদুঘরের দ্বিশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রোববার একমঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এদিনের অনুষ্ঠানে অবশ্য চোখে পড়েনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের আঁচ। বরং দীর্ঘদিন পর দেখা হওয়ার সুবাদে পরস্পরের প্রতি সৌজন্য বিনিময় করেন মনমোহন-মমতা। কথাও বলেন কিছুক্ষণ। পশ্চিমঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলকাতা জাদুঘরের জাদু ফিরিয়ে আনার পক্ষে উদ্যোগ নেয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, জাদুঘরের জাদু এবং বিস্ময় আরও বাড়িয়ে তোলাই চ্যালেঞ্জ, যাতে ২০০ বছর পরও তার আকর্ষণে এতটুকু ভাটা না পড়ে। জাদুঘরের উন্নয়নের জন্য মিউসিওলজির মতো বিষয় সম্পর্কে পড়–য়াদের সচেতন করার পক্ষেও এদিন কথা বলেন মনমোহন। তার মতে, এ বিষয়ে কলকাতা জাদুঘর কর্তৃপক্ষ অগ্রগণ্য ভূমিকা নিতে পারে। জাদুঘরের অনুষ্ঠান থেকেই জেলাস্তরে সংগ্রহশালা তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এজন্য ১৬৬টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো কলকাতার কোনো অনুষ্ঠানে সামিল হলেন মনমোহন। অনুষ্ঠান শেষের কিছুক্ষণ পরই কলকাতা ছেড়ে বেরিয়ে যান তিনি। জিনিউজ।

No comments

Powered by Blogger.