রোনাল্ডোর লাল কার্ড

রিয়াল মাদ্রিদ ১ ১ বিলবাও/ অ্যাটলেটিকো ৪ ০ সোসিয়েদাদ
সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু তা কাজে লাগাতে পারল না রিয়াল মাদ্রিদ। উল্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রোববার অ্যাটলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্প্যানিশ লীগের তৃতীয় স্থানেই রয়ে গেছে রিয়াল। গ্যালাটিকোসরা না পারলেও বার্সাকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগটা দু’হাতে লুফে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো লা-লীগার শীর্ষে উঠে এসেছে তারা। দাপুটে জয়ে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর চেয়ে পরিষ্কার তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে অ্যাটলেটিকো (৫৭)। বার্সা ও রিয়ালের পয়েন্ট সমান (৫৪) হলেও গোলগড়ের অগ্রগামিতায় দু’য়ে আছে বার্সা। আগের দিন ভ্যালেন্সিয়ার কাছে অপ্রত্যাশিত হারে প্রায় দু’বছর পর শীর্ষস্থান হারাতে হয়েছে তাদের। এদিকে রিয়ালকে রুখে দিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে বিলবাও (৪৩)। রোববারের আগে ২০১৪ সালের সব ম্যাচেই জিতেছিল রিয়াল। কোনো গোল হজম না করে টানা আট ম্যাচ জেতার ক্লাব রেকর্ড গড়েছিল তারা। বিলবাওয়ের মাঠে সেই স্বপ্নযাত্রায় ছেদ পড়ে গেল। রোনাল্ডোর আচমকা শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে না গেলে ২০ সেকেন্ডেই এগিয়ে যেতে পারত রিয়াল। এরপর ম্যাচের লাগাম চলে যায় স্বাগতিকদের হাতে। প্রথমার্ধে ব্যাকফুটে থাকা রিয়াল বিরতির পর ছন্দে ফেরে।
৬৪ মিনিটে রোনাল্ডোর ক্রস থেকে অতিথিদের এগিয়ে দেন হেসে। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৭৩ মিনিটে বুলেট গতির শটে চোখধাঁধানো এক গোল করে বিলবাওকে সমতায় ফেরান ইবাই গোমেজ। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রেনাল্ডোকে। একটি পেনাল্টির আবেদনকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে এই শাস্তি পান রিয়ালের পর্তুগিজ রাজপুত্র। এরপর এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই ঘাম ছুটে যায় রিয়ালের। ক্যারিয়ারের অষ্টম লাল কার্ডের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন রোনাল্ডো। তা না হলেও ভিলারিয়ালের বিপক্ষে পরের ম্যাচে নিশ্চিতভাবেই তাকে পাচ্ছে না রিয়াল। এনিয়ে ক্ষুব্ধ রিয়াল শিবির। ব্রাজিলীয় ডিফেন্ডার মার্সেলোর দাবি, রোনাল্ডোকে অন্যায়ভাবে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। কোচ কার্লো আন্সেলোত্তিও বলেছেন, লাল কার্ড রোনাল্ডোর প্রাপ্য ছিল না। তবে দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। রিয়ালের দু’ঘণ্টা আগে মাঠে নামা অ্যাটলেটিকো আবেগের ম্যাচে ঠিকই বাজিমাত করেছে। ভিসেন্তে ক্যালডেরনে সদ্য প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচটি। অ্যাটলেটিকোর সাবেক খেলোয়াড়ও কোচ ছিলেন আরাগোনেস। তার জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ম্যাচে প্রথম আট মিনিট নীরবতা পালন করে সমর্থকরা। খেলোয়াড়রাও সাবেক হিরোকে উৎসর্গ করেন এক হালি গোল। ৩৮ মিনিটে ডেভিড ভিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিয়েগো কস্তা। দু’মিনিট পর দারুণ একটি হেডে ব্যবধান বাড়ান মিরান্দা। আর ৮৭ মিনিটে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন উলফসবার্গ থেকে ধারে খেলতে আসা ডিয়েগো। অপর ম্যাচে রিয়াল বেটিসের কাছে ২-০ গোলে হেরেছে এস্পানল। এএফপি।

No comments

Powered by Blogger.