নবজাতকসহ মাকে পুড়িয়ে হত্যা

ভারতে এক কমবয়সী মা এবং তার শিশু কন্যাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যৌতুক এবং কন্যা শিশু জন্ম দেয়ার অপরাধে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন মিলে পরিকল্পিতভাবে তাদের হত্যা করেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ড জেলায় এই হত্যার ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে। পুলিশ জানায়, ঘটনার দিন আনু দেবী (২২) তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিল। এ সময় তার স্বামী গুঞ্জন মাসাত ঘরে ঢুকে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আনু দেবীর দেহের ৯০ ভাগ জ্বলে যায়। পরে হাসাপাতালে নেয়ার পর মা ও মেয়ে দু’জনেই মারা যান। এ ঘটনায় তার স্বামী গুঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আনু দেবীর বাবা পুলিশের কাছে বলেন, বিয়ের এক বছর অব্দি তার মেয়ে শ্বশুরবাড়িতে সুখেই দিন কাটিয়েছিল। কিন্তু দেবীর ঘরে মেয়ে হওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের পুত্র সন্তানের প্রতি আগ্রহ ছিল। তাই মেয়ে প্রসব করায় তারা দেবীর ওপর নাখোস হন। এতে দেবীর যে কোনো দোষ নেই এই কথা তারা কিছুতেই বুঝতে চাইতো না। বরং কন্যা সন্তানের মা হওয়ায় তারা দেবীর ওপর নির্যাতন চালাতে শুরু করে। এক সময় তার স্বামী, শ্বশুড় ও দেবর মিলে তাকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক বৃহস্পতিবার দেবীর স্বামী গুঞ্জন স্ত্রী ও নিজ সন্তানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। দেবীর বাবা আরও জানান, সম্প্রতি দেবীর স্বামী ও শ্বশুর যৌতুক হিসেবে তার কাছে একটি টেলিভিশন ও মোটর সাইকেল দাবি করেছিলেন। কিন্তু তার পক্ষে এ দাবি পূরণ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে দেবীর স্বামীকে দুই বিঘা জমি লিখে দিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.