শেষ রাতে প্লাস্টিক সার্জারি করাতেন গাদ্দাফি

লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি শেষ রাতে প্লাস্টিক সার্জারি করাতে পছন্দ করতেন। বিবিসির তথ্যচিত্রে গাদ্দাফির ব্রাজিলিয়ান শল্যবিদ ড. লিয়াকির রিবেইরোর সাক্ষাৎকারের বরাতে রোববার ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই শল্যবিদ দাবি করেছেন, গাদ্দাফির ত্বক ভালো ছিল না। এ কারণে প্লাস্টিক সার্জারি করতেন তিনি। তার মাথায় চুলও বসানো হয়েছে। রিবেইরো বলেন, গাদ্দাফি আমাকে বলেছিলেন যে ‘তিনি গত ২৫ বছর ধরে লিবিয়া শাসন করছেন। দিন দিন তার বয়স বাড়ছে। কিন্তু তিনি নতুন প্রজন্মের চোখে ‘বৃদ্ধ শাসক’ হতে চান না।
রিবেইরো তাকে মুখ ‘প্রতিস্থাপনের’ কথাও বলেছিলেন কিন্তু সে পদ্ধতিতে অনীহা ছিল গাদ্দাফির। কারণ ‘প্রতিস্থাপন’ করলে তা চোখে পড়ার ভয় ছিল। রিবেইরো বলেন, গাদ্দাফির ৫৩ বছর বয়সে প্রথম সার্জারি করার পর তার বয়স ১০ বছর কমে গিয়েছিল। তাকে তখন ৪৫ বছরের সামর্থ্যবান পুরুষের মতো দেখা যেত। এরপর থেকে প্রতিবছরই তিনি প্লাস্টিক সার্জারি করেতেন। ওই চিকিৎসক দাবি করেন, শেষ রাতে প্লাস্টিক সার্জারি করতে পছন্দ করতেন গাদ্দাফি। কেউ মেরে ফেরতে পারে, এই ভয়ে অস্ত্রোপচারের সময় চেতনানাশক গ্রহণে অস্বীকৃতি জানাতেন তিনি। ত্রিপোলিতে গাদ্দাফির প্রাসাদের ভেতরে অবস্থিত একটি বাংকারে এ অস্ত্রোপচারগুলো হতো বলে জানিয়েছেন ওই চিকিৎসক। গাদ্দাফিকে একজন চমৎকার মানুষ হিসেবেও বর্ণনা করেছেন ওই চিকিৎসক।

No comments

Powered by Blogger.