দু দশক পর নিউইয়র্কে ডেমোক্রেটিক মেয়র

দীর্ঘ দু’ দশক পর নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের বিল ডি ব্লাসিও। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার পর তিনি মেয়র মিশেল ব্ল–মবার্গের স্থলাভিষিক্ত হচ্ছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনেও ডেমোক্রেটরা বিজয়ী হয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর দেশটিতে এটিই ছিল বড় ধরণের কোনো নির্বাচন। নিউইয়র্কের সিটি নির্বাচনে শতকরা ৭৩ ভাগ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের ডি ব্লাসিও। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব^ী রিপাবলিকান দলের প্রার্থী জো লোথা পেয়েছেন মাত্র ২৪ ভাগ ভোট।
১৯৯৩ সালের পর এবারই প্রথম ডেমোক্রেটিক দলের কোনো নেতা নিউইয়র্কের মেয়র হচ্ছেন। এর আগে রিপাবলিকান দলের মিশেল ব্লুমবার্গের গত তিন নির্বাচনে একটানা বিজয়ী হয়ে শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের কেন কুসিনেলিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট নেতা টেরি ম্যাক অলিফে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় বলে জানিয়েছে বিবিসি। তবে নিউজার্সির প্রাদেশিক নির্বাচনে অতি সহজে গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের ক্রিস ক্রিসটাই। বিবিসি।

No comments

Powered by Blogger.