ম্যান্ডেলার বর্ণাঢ্য জীবনের আলোকচিত্র প্রদর্শনী শুরু

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে চালু হল নেলসন ম্যান্ডেলা সেন্টার। আর এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও বর্ণাঢ্য জীবনের আলোকচিত্রের প্রদর্শনী শুরু হল। সোমবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা নেলসন ম্যান্ডেলা সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, জোহানেসবার্গের উপকণ্ঠে হাগটনে অবস্থিত নেলসন ম্যান্ডেলা সেন্টার ম্যান্ডেলার বাড়ি থেকে খুব দূরে নয়। বিপুলসংখ্যক দর্শক সেন্টার পরিদর্শনে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সেন্টারে ম্যান্ডেলার শৈশবকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন স্মৃতিমূলক জিনিসপত্রাদি রয়েছে। এছাড়াও রয়েছে শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলার বিভিন্ন আলোকচিত্র,
স্মারক ও ম্যান্ডেলার পছন্দের হাতের তৈরি বিভিন্ন বস্তু। দর্শনার্থীরা আরও দেখতে পাবেন শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের বিভেদ অবসানের নায়ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সাবেক প্রধানের জেলে থাকার সময় পরিবার ও দলের নেতাদের লেখা চিঠি। গত সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হওয়ার পর সবশেষ তার অবস্থা জানা যায় এ সপ্তাহের শুরুতে। জানা যায়, তিনি কথা বলতে পারছেন না। আকার-ইঙ্গিতে যোগাযোগ করছেন। জ্যাকব জুমা নেলসন ম্যান্ডেলাকে তার বাড়িতে দেখতে যাওয়ার পর প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, সাবেক প্রেসিডেন্টের অবস্থা আগের মতোই রয়েছে। বিবিসি।

No comments

Powered by Blogger.