ভয়াবহ ‘ডায়ানা’

নাওমি ওয়াটস অভিনীত ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ডায়ানা’কে রীতিমতো প্রত্যাখ্যান করেছেন সমালোচকরা।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সমালোচকদের মতে অলিভার হার্সবিগেল পরিচালিত সিনেমাটি পুরোপুরি ‘ভয়াবহ’। আর সিনেমাটিকে ডায়ানার জীবনের ব্যাপারে ‘অনাধিকার চর্চাকারী’ বলে মনে করছেন তারা।

বিবিসির খবর অনুযায়ী, হার্ট সার্জন হাসনাত খানের সঙ্গে ডায়ানার দুই বছরের গোপন সম্পর্ক তুলে ধরার মাধ্যমে তার জীবনের শেষ দুই বছরকে গভীরভাবে প্রদর্শন করতে চেয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। সিনেমার দুই প্রযোজক হলেন রবার্ট বার্নস্টাইন এবং ডগলাস রে।

কিন্তু সম্প্রতি লন্ডনে প্রিমিয়ার হওয়ার পর ক্রমাগত হতাশাব্যঞ্জক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে ‘ডায়ানা’ সিনেমাকে।

যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা মিরর সিনেমাটিকে ইতোমধ্যে ‘সস্তা এবং ফালতু’ বলে অভিহিত করেছে। পত্রিকাটি আরও বলেছে, “সিনেমার কলাকুশলীদের কাজ এতটাই বাজে ছিল যে কেউই এটি দেখতে চাইবে না।”

এদিকে টাইমস পত্রিকা স্টিফেন জেফরিসের চিত্রনাট্যের সমালোচনা করে বলেছে, “ভয়াবহ রকমের লজ্জাজনক চিত্রনাট্য”।

ইংল্যান্ডের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডায়ানা’ সিনেমাকে ‘খুবই ম্লান’ বলে অভিহিত করেছে। এদিকে দ্য গার্ডিয়ান বলেছে, “সবচেয়ে কঠিন সত্যটি হল ১৯৯৭ সালের ১৬ বছর পর এই দিনে আরও একবার ডায়ানার লজ্জাজনক মৃত্যু হল এই সিনেমার মাধ্যমে।”

এমনকি ডায়ানার চরিত্রে রূপদানকারী ৪৪ বছর বয়সী অভিনেত্রী নাওমি ওয়াটস সম্পর্কে সমালোচকরা বলেছেন, “সিনেমাটিতে তার চেহারা, চালচলন কিংবা কথার ধরন কোনোকিছুই প্রিন্সেসের সঙ্গে মেলেনি।”

No comments

Powered by Blogger.