অনুকরণীয় দৃষ্টান্ত by শাহীদুল আযম

আমাদের দেশে সরকারি যেকোনো খাত (সেবামুখী, উৎপাদনমুখী ইত্যাদি) হোক না কেন, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে অব্যবস্থাপনা, অদক্ষতা, অপচয়, সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, সীমাহীন দুর্নীতি, দলবাজি, আঞ্চলিকপ্রীতি, স্বজনপ্রীতি ইত্যাদি ধরনের হতাশাজনক চিত্র। ফলে সেবার মান হ্রাস, উৎপাদন হ্রাস, সেবামূল্য তথা উৎপাদিত সামগ্রীর ভোক্তা পর্যায়ে লাগামহীন মূল্যবৃদ্ধি সত্ত্বেও লোকসানি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হওয়া, বছরের পর বছর সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল থাকা ইত্যাদি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। অথচ আন্তরিকতা, সদিচ্ছা, নিরপেক্ষতা আর যথাযথ নিয়মকানুন ও নীতিমালা অনুসরণের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাখা হলে সরকারি যেকোনো নিয়োগ-প্রক্রিয়াসহ সব সরকারি কাজ দ্রুত জনবান্ধব এবং প্রশংসনীয় হতে পারে, সরকারিভাবে সম্প্রতি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়া তাঁর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে চলেছে। অতীতে বেসরকারিভাবে, দালালের মাধ্যমে মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে লাখ লাখ টাকা ব্যয় করে গিয়ে প্রতারিত ও নিঃস্ব হয়ে অসংখ্য হতভাগ্য বাংলাদেশি যুবক অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন—এমন অসংখ্য উদাহরণ রয়েছে। অথচ সব বাধাবিপত্তি ও স্বার্থান্বেষী মহলের অযৌক্তিক দাবি ও হুমকি উপেক্ষা করে সরকারিভাবে সম্প্রতি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। সারা দেশ থেকে জনসংখ্যার ভিত্তিতে সুষ্ঠু নীতিমালা অনুসরণ করে লটারির মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই, প্রশিক্ষণ দান এবং বিমানযোগে কর্মী প্রেরণের জন্য পূর্বঘোষিত মাত্র ৪০ হাজার টাকার প্যাকেজও কমিয়ে শেষ পর্যন্ত আরও সাত হাজার টাকা কমে অর্থাৎ মাত্র ৩৩ হাজার টাকায় সেখানে কর্মী পাঠানো হয়। এর মাধ্যমে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে সন্দেহ নেই। আশা করি, তারা শেষ পর্যন্ত একই ধারা বজায় রাখতে সক্ষম হবে। সরকারের প্রতিটি মন্ত্রণালয় তথা সরকারি প্রতিষ্ঠানে ওই দৃষ্টান্তটি অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠুক—এটাই কামনা করি।
শাহীদুল আযম

No comments

Powered by Blogger.