ব্যবস্থাপত্র by সম্পদ কুমার পোদ্দার

মানুষের মৌলিক কয়েকটি চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম। সাধারণত চিকিৎসকেরা ব্যবস্থাপত্র প্রদান করার মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এ জন্য তাঁরা উপযুক্ত সম্মানী পান। এভাবে চিকিৎসা গ্রহণের পর রোগীরা সুস্থ হয়ে থাকেন। তবে চিকিৎসকদের প্রতি সবার একটা অভিযোগ আছে। রোগীদের ভিড়ের চাপে চিকিৎসকেরা অনেক সময় তাড়াহুড়া করেন। এ জন্য তাঁদের হাতে লেখা ব্যবস্থাপত্র অনেকটা অস্পষ্ট হয়ে থাকে। এটা আমি চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আর এই অস্পষ্ট হাতের লেখা পড়তে ওষুধের দোকানের লোকদের অনেক অসুবিধা হয়। হাতের লেখা বুঝতে অসুবিধার কারণে
অনেকে আন্দাজে ওষুধ দিয়ে থাকেন। এতে করে রোগীদের চরম মূল্য দিতে হয়। চিকিৎসক যে ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেন, রোগীরা হয়তো অন্য ওষুধ পেয়ে থাকেন।
যেহেতু বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে, তাই চিকিৎসকেরা যদি কম্পিউটার কম্পোজ করে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, তাহলে এ ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিষয়টি বিবেচনার জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পদ কুমার পোদ্দার
কর্মকারপাড়া, শেরপুর, বগুড়া।

No comments

Powered by Blogger.