নারী প্রতিনিধি

বাংলাদেশের তরুণ প্রজন্ম ইন্টারনেটে মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিংয়ে অসাধারণ সাফল্য লাভ করেছে। ফ্রিল্যান্সিংয়ের কাজে এ দেশের ফ্রিল্যান্সাররা বিবিধ সমস্যার মধ্যে পড়েন। ইন্টারনেটের ধীরগতি, ফ্রিল্যান্স প্রশিক্ষণের ভালো প্রতিষ্ঠানের অভাব, বিদ্যুতের সমস্যা, ইন্টারনেটের উচ্চমূল্য, ইন্টারনেট সংযোগের দুষ্প্রাপ্যতা, ফ্রিল্যান্সিংয়ের ভুয়া প্রতিষ্ঠান ইত্যাদি। এত সব সমস্যা মোকাবিলা করেও আমাদের দেশের তরুণেরা ফ্রিল্যান্সিং করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন। সম্প্রতি ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করার জনপ্রিয় সাইট ফ্রিল্যান্সার ডট কমে বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি হিসেবে নাবিলা মোরশেদকে নিয়োগ করা হয়েছে। এর জন্য নাবিলাকে ধন্যবাদ। তাঁর প্রতি অনুরোধ, তিনি যেন ফ্রিল্যান্সিংয়ে এই দেশের তরুণদের আরও সম্পৃক্ত করার চেষ্টা করেন। দেশের সব প্রান্তে ফ্রিল্যান্সিংয়ের কাজ পৌঁছে দিতে তাঁর সব রকম প্রচেষ্টা নেওয়া উচিত। এই কাজ সহজভাবে যাতে বোঝা যায়, এর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। বিদেশ থেকে সহজে কাজ পাওয়া এবং সেই কাজ অত্যন্ত সুচারুভাবে করে দিয়ে টাকা আয় করার জন্য যা যা করা দরকার, সেগুলো শিখিয়ে দিয়ে আমাদের তরুণসমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে। 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে পড়ালেখা শেষ করে কেউ কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারেন। কোনো ব্যক্তি যদি ফ্রিল্যান্স সম্পর্কে জানতে চান, তবে তাঁকে অবশ্যই গুরুত্বসহকারে ও আন্তরিকতার সঙ্গে ফ্রিল্যান্স সম্পর্কে যথাযথ তথ্য প্রদান করতে হবে, যাতে তাঁর এ ব্যাপারে আরও আগ্রহ বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি ফ্রিল্যান্সিংয়ে সম্পৃক্ত হয়ে তাঁর ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখতে পারেন।
মো. আরিফুর রহমান
সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন।

No comments

Powered by Blogger.