সংলাপ

দ্রুতই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাজনৈতিক অস্থিরতা। জোরালো ইস্যু হিসেবে যা দাঁড়িয়েছে তা হলো ‘তত্ত্বাবধায়ক সরকার’। অপরদিকে রয়েছে নির্বাচনের সময় ‘অন্তর্বর্তীকালীন সরকার’ ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জটিলতা মতপার্থক্য থাকার কারণে। যার কারণে আসন্ন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। কেননা, মানুষ চায় আনন্দমুখর পরিবেশে ভোটদানের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। আর এ জন্য প্রয়োজন সংলাপ  সংলাপ এমন একটি ব্যাপার, যেখানে আলোচনার মাধ্যমে একদিকে কমবে রাজনৈতিক অস্থিরতা, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের দূরত্ব কমবে, বাড়বে সম্প্রীতি; অন্যদিকে এই আলোচনা অনেক কঠিন সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে। তৈরি হবে সমঝোতার পথ। সংলাপে না বসে দূর থেকে যত ধরনের কথা বলা হোক না কেন, তাতে কোনো শুভফল পাওয়া যাবে না। বরং সময় হাঁটবে অসময়ের পথে। বাড়বে সাধারণ মানষের ভোগান্তি। সৃষ্টি হবে উৎকণ্ঠা, উদ্বেগজনক পরিবেশ নির্বাচনকে ঘিরে। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রবাসে যেসব বাংলাদেশি থাকেন, তাঁদের অনেকের হূদয়ের কথাগুলো, কষ্টগুলো (যা শুধু নিজ দেশকে ঘিরে) যখন প্রথম আলোর দূর পরবাসে বিভাগটিতে পড়ি, তখন সেটা আরও বেশি অনুভব করি। আর দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজন আনন্দঘন পরিবেশে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। যেখানে থাকবে না কোনো দ্বিধা, সংশয়। গজিয়ে ওঠার সুযোগ পাবে না কোনো অপশক্তি। অব্যাহত থাকবে সুষ্ঠু ও বিশুদ্ধ গণতান্ত্রিক চর্চা।
সঞ্জয় কুমার ভৌমিক
আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল।

No comments

Powered by Blogger.