এসএসসি পরীৰা শুরু কাল

 বাংলা প্রথমপত্র পরীৰা গ্রহণের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরম্ন হচ্ছে এসএসসি ও সমমানের পরীৰা। এই পরীৰার মধ্যমেই দেশের ১০টি শিৰা বোর্ডের অধীনে কোন পাবলিক পরীৰায় চালু হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি।
সারাদেশে ১২ লাখ ৬ হাজার ১৯ জন শিার্থী পরীায় অংশ নেবে। যাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২৭ হাজার ৬৭২ ও ছাত্রী ৫ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন। ২৬ হাজার ১৯২টি শিা প্রতিষ্ঠানের পরীৰার্থীর জন্য এবার কেন্দ্র সংখ্যা ২ হাজার ৪৪টি। ৮টি সাধারণ শিৰাবোর্ডের এসএসসি পরীায় অংশ নেবে ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। যাদের মধ্যে ঢাকা বোর্ডে ২ লাখ ৭২ হাজার ১৮৩, রাজশাহীতে ১ লাখ ৩৪ হাজার ৬৪৪, কুমিলস্না বোর্ডে ১ লাখ ২ হাজার ২৮৫, যশোরে ১ লাখ ২৩ হাজার ৫৪১, চট্টগ্রামে ৬৮ হাজার ৫১০, বরিশালে ৫৫ হাজার ৬২৭, সিলেটে ৪১ হাজার ২৯৫ জন এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৮ হাজার ৯৫ জন পরীৰায় অংশ নেবে। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীৰায় মোট পরীার্থীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮৬০ এবং কারিগরি শিৰা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীৰায় অংশ নেবে ৭৭ হাজার ৯৭৯ পরীৰার্থী। ইতোমধ্যেই পরীৰা গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন শিৰা বোর্ড। এর আগে সমপ্রতি নুরম্নল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, আসন্ন এসএসসি পরীা চলাকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা অযথা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদেরই দায়িত্ব কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা। উপজেলা ও ইউপি চেয়ারম্যান, সাংসদরা একানত্মই কেন্দ্রে যেতে চাইলে তাঁরা কেন্দ্র সচিবের সহায়তায় পরীৰাকেন্দ্র পরিদর্শন করবেন। কিন্তু কাউকে সঙ্গে নিয়ে যাবেন না। উলেস্নখ, এবার পরীৰায় বাংলা প্রথম পত্র এবং ধর্ম এই দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের আলোকে পরীৰা অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.