অপ্রয়োজনে দুর্গন্ধনাশক!

নারীদের অনেকে দাঁত মাজা বা হাত ধোয়ার মতোই প্রতিদিন শরীরে ঘামের দুর্গন্ধনাশক (ডিওডারান্ট) ব্যবহার করেন। কিন্তু যাঁদের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় না, তাঁদের দুর্গন্ধনাশক ব্যবহার অপ্রয়োজনীয়।
আর এ অকারণ দুর্গন্ধনাশক ব্যবহারকারীর সংখ্যা উড়িয়ে দেওয়ার মতো নয় বলে যুক্তরাজ্যের একদল গবেষক দাবি করেছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি জার্নাল অব ইনভেস্টিগেট ডার্মাটোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে নারী ও তাঁর সন্তানের ওপর বিরূপ প্রভাবের ধরন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালান। তাঁরা যুক্তরাজ্যের ছয় হাজার ৪৯৫ জন নারীর রক্তের নমুনা এবং তাঁদের ব্যবহূত দুর্গন্ধনাশকের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। এতে দেখা যায়, ৯৮ শতাংশ নারী দুর্গন্ধ ছড়ানোর জন্য দায়ী জিন বহন করেন। ওই নারীদের ৯৫ শতাংশ দুর্গন্ধনাশক ব্যবহার করেন। কিন্তু দুর্গন্ধ তৈরি হয় না—এমন ১১৭ জন নারীর চার ভাগের এক ভাগের বেশি দুর্গন্ধনাশক ব্যবহার করেন। সায়েন্টিফিক আমেরিকান।

No comments

Powered by Blogger.