গাছের উচ্চতা শত মিটারের বেশি নয়?

পৃথিবীর সর্বোচ্চ গাছের উচ্চতা ১১৫.৬ মিটার। উচ্চতা এর চেয়ে বেশি হয় না কেন? উত্তরে যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, এর চেয়ে উঁচুতে পুষ্টি সরবরাহ ব্যাহত হয়, তাই গাছ এর বেশি উঁচু হতে পারে না।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কারেন জেনসেন এবং ডেভিসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাসিয়েজ জিউয়েনিয়েসকি মোট এক হাজার ৯২৫টি প্রজাতির গাছের ওপর পরীক্ষা চালান। ওই গাছগুলোর পাতার দৈর্ঘ্য কয়েক মিলিমিটার থেকে শুরু করে এক মিটার পর্যন্ত হয়। গবেষকেরা দেখতে পান, গাছের মূল থেকে কাণ্ডের মাধ্যমে পুষ্টি সরবারহ হয় গাছের শীর্ষ পর্যন্ত। এই পুষ্টি সরবরাহ করে ফ্লোয়েম কোষ। আর এই পুষ্টি সরবরাহ দ্রুততর করে গাছের পাতা। কিন্তু গাছ যত লম্বা হয়, তার পাতা তত ছোট হতে থাকে। তাই পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। এমন সম্পর্কের কারণেই শত মিটারের বেশি গাছ খুব বেশি দেখা যায় না। নিউসায়েন্টিস্ট।

No comments

Powered by Blogger.