সরকার অত্যাচারীতে পরিণত হয়েছেঃ হবিগঞ্জের জনসভায় খালেদা

বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার অত্যাচারীতে পরিণত হয়েছে। তাদের হাতে দেশের জনগণ, ব্যবসায়ী, শিক্ষক ও মা-বোন কেউই নিরাপদ নয়। তারা দেশকে ধ্বংস করে দিতে চায়। অত্যাচারী এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের নিউফিল্ডে ১৮ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলায় সরকার ও সরকারদলীয় লোকজন জড়িত। দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের অভাবে দেশের লোকজন এখন ভালো নেই।’’

বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘‘সরকার পদ্মা সেতুর কাজ শুরু করার আগেই দুর্নীতি করেছে। এ সরকার ছাত্রলীগকে দিয়ে টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্য, চাঁদাবাজি করাচ্ছে। ছাত্রলীগ পুরো দেশকে অস্থির করে তুলেছে।’’

তিনি বলেন, ‘‘বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ স্বৈরাচারী এরশাদকে ক্ষমতা থেকে হটালেও বর্তমানে সেই বিশ্ববেহায়া বিশ্বচোর এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে। এদের হাত থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে হবে।’’

খালেদা জিয়া আরো বলেন, ‘‘সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে। আগামীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্যই তারা সর্বত্র দলীয়করণ করছে। এর হাত থেকে বিচার বিভাগও রেহাই পায়নি। কে জামিন পাবে আর কে পাবে না দলীয়ভাবেই সিদ্ধান্ত হচ্ছে।’’

No comments

Powered by Blogger.