টম ক্রুজের মানহানি মামলা

হলিউড তারকা টম ক্রুজ দুটি মার্কিন পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করলেন। সম্প্রতি লস এঞ্জেলসের একটি আদালতে ‘ইন টাচ’ এবং ‘লাইফ অ্যান্ড স্টাইল’ নামের দুটি পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে মামলায় ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মিশন ইমপসিবল খ্যাত টম ক্রুজ।

এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রকাশিত এই দুই পত্রিকায় ছাপা হয়েছিল, স্ত্রী কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কন্যা সুরিকে ত্যাগ করেছেন পিতা টম ক্রুজ। ইন টাচ পত্রিকার প্রচ্ছদে ছাপা হয়েছিল, বিচ্ছেদের পর প্রায় ৪৪ দিন বাবার মুখই দেখেনি ৬ বছরের সুরি। এরপরই ওই দুই পত্রিকার মালিক জার্মান প্রকাশনা সংস্থা বয়ের মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার আইনজীবী বার্ট ফিল্ডসের দাবি, পিতার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন টম ক্রুজ। তার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে।
ক্রুজের আইজীবী আরও জানিয়েছেন, মামলায় জিতলে ক্ষতিপূরণের টাকা কোনও অনাথ আশ্রমে দান করবেন টম ক্রুজ।সূত্র: অনলাইন।

No comments

Powered by Blogger.