সমকামী ছিলেন মনরো, দাবি বইয়ে

বিশ্বের তামাম পুরুষকুল তার ভক্ত। জীবন থেকে মৃত্যু, তার সবটাই রহস্যে ঢাকা। মৃত্যুর ৫০ বছর পরেও তাকে নিয়ে হইচই থামেনি। মেরিলিন মনরো এ বার আবার শিরোনামে, একটি বইয়ের সুবাদে। মেরিলিনকে নিয়ে লেখা সদ্য প্রকাশিত বইটিতে দাবি করা হয়েছে, লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তোলা মনরো নাকি সমকামী ছিলেন।

‘মেরিলিন মনরো: মাই লিটল সিক্রেট’-এ টনি জেরিস লিখেছেন, জেন লরেন্স নামে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মনরো। জেন নিজেই তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলে টনির দাবি। সময়টা পঞ্চাশ দশকের মাঝামাঝি। জেন তখন ১২ বছরের কিশোরী। মনরো তার থেকে বয়সে ১৪ বছরের বড়। একই অনাথ আশ্রমে মানুষ হয়েছিলেন মনরো আর জেন। দু’জনের শৈশবের গল্পে মিল ছিল অনেকটাই। কেউই জানতেন না তাদের বাবার পরিচয়। দু’জনের ঘনিষ্ঠতা ক্রমশই বাড়তে থাকে। মনরো নাকি জেনকে ‘মাই লিটল সিক্রেট’ বলে ডাকতেন। টনি জেরিস নিজের বইয়ে সেই নামটিই ব্যবহার করেছেন। টনির দাবি, মনরোর সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের বিবরণও জেন তাকে জানিয়েছেন। জেন একা নন। মনরোর সঙ্গে জড়িয়েছিল বহু অভিনেত্রীর নামও। তালিকায় রয়েছেন জোন ক্রফোর্ড, বারবারা স্ট্যানউইক, মারলিন ডিয়েট্রিশ, এমনকি এলিজাবেথ টেলরও। মনরোকে তবে কি সমকামীই বলা উচিত? জেন লরেন্স নিজে কী বলছেন? তার একটাই কথা, “মনরো ছিলেন এক মুক্ত আত্মা। খুব খোলা মনের মানুষ।” সূত্র: ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.