নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল বুধবার বলেছেন, কঠোর নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা ১২৫ জনকে শিগগির মুক্তি দেবে সরকার।
নাজিব গত মাসে অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন, মান্ধাতা আমলের ও নিপীড়নমূলক আইন বাতিল করা হবে।
দেশটির নির্বাচনী-প্রক্রিয়া সংস্কারের দাবিতে প্রায় তিন মাস আগে বিক্ষোভ শুরু করে বিরোধীরা। ওই সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। পরে রেসট্র্রিক্টেড রেসিডেন্স অ্যাক্টের আওতায় ১২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ আইন প্রয়োগ করে সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালানো হয় বলে ব্যাপক সমালোচনা রয়েছে। এ আইনে বিনা বিচারে যে কাউকে আটক রাখতে পারে পুলিশ।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিরোধীদের দমনপীড়ন করতে দেশটিতে দীর্ঘদিন ধরে এ আইন প্রয়োগ করা হচ্ছে।
বিতর্কিত এই আইন রদ করার জন্য গত সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষে আহ্বান জানান প্রধানমন্ত্রী। নাজিব বলেন, ‘আমি এখানে ঘোষণা করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগির ওই ১২৫ জনকে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেবে।’

No comments

Powered by Blogger.