পিস্টোরিয়াসকে জনসনের সমর্থন

স্প্রিন্ট কিংবদন্তী মাইকেল জনসনের সমর্থন পেলেন অস্কার পিস্টোরিয়াস। দক্ষিন আফ্রিকার এই পা-হীন অ্যাথলেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াতে কোনো সমস্যা দেখছেন না চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জনসন। দেগুতে পিস্টোরিয়াসের অংশ নেওয়াকে ‘অ্যাথলেটিক্সের ইতিহাসে যুগান্তকারী ঘটনা’ হিসেবেই দেখছেন এই মার্কিনি।
পরশু পিস্টোরিয়াসকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে জনসন বলেছেন, ‘শুরু থেকেই এই বিষয়ে আমার অবস্থান পরিষ্কার এবং এনিয়ে আমি অস্কারের সঙ্গে কথাও বলেছি। আমি অস্কারকে সমর্থন করছি কারণ আইনই বলছে সে অংশ নিতে পারবে। আমি দেখতে চাই সে তাঁর সেরাটাই করুক।’
কৃত্রিম পা ব্যবহার করে পিস্টোরিয়াসের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে বিতর্ক রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীদের রায় এটার বাড়তি কোনো সুবিধা নেই।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ এবং ৪–১০০ মিটার রিলেতে অংশ নেবেন পস্টোরিয়াস।

No comments

Powered by Blogger.