সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

সিঙ্গাপুরে গতকাল শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে গত ১৮ বছরের মধ্যে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্য ২৩ লাখ।
স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল রাত আটটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর বিজয়ীর নাম জানা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পার্লামেন্ট নির্বাচনের তিন মাস পর পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) আধিপত্য হ্রাস পেতে শুরু করেছে। দলটি ১৯৫৯ সাল থেকে দেশটি শাসন করছে। অনলাইনে বিভিন্ন ফোরামে সরকারবিরোধী চিন্তাভাবনা অব্যাহত রয়েছে। বর্তমানে এটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

No comments

Powered by Blogger.