মরিনহোর প্রতি প্লাতিনি

সফল কোচ তিনি। বিশ্ব ক্লাব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচও তাঁকে অনেকে বলবে। আর তিনিই কিনা মাঠে জড়িয়ে পড়েন হাতাহাতিতে! রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর কাছে এমন আচরণ অপ্রত্যাশিতই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির কাছে। মরিনহোর প্রতি তাই মাঠের সাফল্যের সঙ্গে সংগতিপূর্ণ আচরণেরও আহ্বান তাঁর। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগ ম্যাচটির শেষ দিকের উত্তেজনাকর এক মুহূর্তে মরিনহো আঙুল দিয়ে খোঁচা মারেন বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার গালে আর চোখে। এই আচরণ প্রসঙ্গেই উয়েফা সভাপতি বলেছেন, ‘কেউ দোষ করলে, সে দেশের জাতীয় অ্যাসোসিয়েশন তাকে শাস্তি দেয়। কিন্তু তিনি যা করেছেন, তা না করাটাই ছিল উত্তম। তিনি শিক্ষক, কোচ হিসেবেও সম্ভবত বিশ্বের সেরা। বিশ্বের সফল লোকদের দৃষ্টান্ত স্থাপন করতে হয়। তাদের বিতর্কের ঊর্ধ্বে থাকতে হয়। সফল ব্যক্তিত্বদের এটাই সহজাত গুণ হওয়া দরকার—এটা বলতে আমার কোনো ভয় নেই।’
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের ব্যাপারটি নিয়েও বলেছেন ফিফা সভাপতি। নিষিদ্ধ ওয়েঙ্গার দলের ম্যাচের সময় গ্যালারিতে থেকে নিয়ম ভেঙেছেন সহকারী কোচকে নির্দেশনা দিয়ে। নিষিদ্ধ থাকার সময় কোচরা কী করতে পারবেন, আর কী করতে পারবেন না, এ নিয়ে একটা আচরণবিধি তৈরির জন্য আগামী সপ্তাহেই ইউরোপের শীর্ষস্থানীয় কোচদের সঙ্গে বসবেন বলেও জানান উয়েফা সভাপতি।

No comments

Powered by Blogger.