উদ্ধত রোনালদোয় নাখোশ চীন

ক্রিস্টিয়ানো রোনালদো একটু উদ্ধত, অহংকারী। পুরোনো এই কথাটাই নতুন করে উপলব্ধি করল চীনারা। প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ এখন চীনে। উদ্দেশ্য জনসংখ্যায় বৃহত্তম আর অর্থনীতির দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম এই দেশে নিজেদের জনপ্রিয়তা বাড়ানো। কিন্তু সেখানে পরশু সংবাদ সম্মেলনে রোনালদো যে আচরণটা করেছেন, তাতে রোনালদোর জনপ্রিয়তা চীনে অন্তত কিছুদিনের জন্য হলেও কমতির দিকেই থাকবে।
দক্ষিণের প্রধান শহর গুয়াংজুর সংবাদ সম্মেলনে প্রায় সব প্রশ্নেরই নাকি ছাঁচাছোলা উত্তর দিয়েছেন রোনালদো। তাঁকে একটু খিটখিটেও দেখাচ্ছিল। তাঁর আচরণে ক্ষুব্ধ সাংবাদিকেরা। চীনের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রকাশনা টাইটান মিডিয়ার উপপ্রধান ইয়ান কুইয়াং বিপৎসংকেতই দিলেন, ‘তিনি সব সময়ই এমন স্বার্থপর আর উদ্ধত। যে আচরণটা করছেন, তাতে চীন সফরের উদ্দেশ্য সফল হবে না।’ সংবাদ সম্মেলনে রোনালদো কেমন ছিলেন, সেই ছবিটার টুকরো একটা অংশ তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি। ইনজুরি-জর্জর কাকার অবস্থা কেমন? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন, ‘পারফেক্টো।’
বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী চীনে রোনালদো প্রথম দর্শনে মানুষের মন জয় করতে পারেননি। ওয়াংজিহি নামের একজন দেশটির জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‘নেটইজ’-এ মন্তব্য করেছেন, ‘রোনালদো সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন, তার দায় তাঁকে নিতেই হবে।’

No comments

Powered by Blogger.