হাইতিতে প্রেসিডেন্টের মনোনীত প্রধানমন্ত্রীকে সিনেটের ‘না’

হাইতির প্রেসিডেন্ট মিশেল মারটেলির মনোনীত নতুন প্রধানমন্ত্রীর মনোনয়ন নাকচ করে দিয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। এ নিয়ে গত দুই মাসে মারটেলির মনোনীত দুজন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানাল সিনেট।
প্রেসিডেন্ট মারটেলি বিতর্কিত আইনজীবী ও সাবেক বিচারমন্ত্রী বার্নাড গুজকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। এ মনোনয়ন নিয়ে গত মঙ্গলবার সিনেটে ভোটাভুটি হয়। এতে আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী হিসেবে বার্নাড গুজের মনোনয়ন নাকচ করে দেন।
সিনেটে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়ন অনুমোদন না হওয়ায় প্রেসিডেন্ট মারটেলির সরকার গঠনের প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো।

No comments

Powered by Blogger.