আয়ে অপ্রতিদ্বন্দ্বী শারাপোভা

শেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন সেই ২০০৮ সালে। গত তিন বছরে সর্বোচ্চ সাফল্য এবারের উইম্বলডনের ফাইনাল খেলা। নেই ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা চারেও। তবু উপার্জনের দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী মারিয়া শারাপোভা। এবারসহ টানা সাত বছর ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে বেশি টাকা উপার্জনকারী মহিলা খেলোয়াড়দের তালিকার শীর্ষে এই রুশ।
শারাপোভার বার্ষিক আয় আনুমানিক প্রায় আড়াই কোটি ডলার, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির (এক কোটি ২৫ লাখ) আয়ের দ্বিগুণ। এর বেশির ভাগই এসেছে টেনিস কোর্টের বাইরে থেকে।
তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের রেসিং ড্রাইভার ড্যানিকা প্যাট্রিক। তাঁর আয় এক কোটি ২০ লাখ ডলার। এরপর ভেনাস উইলিয়ামস, কিম ক্লাইস্টার্স ও সেরেনা উইলিয়ামসের নাম। শীর্ষ দশের সাতজনই টেনিসের। এর মধ্যে আছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী চীনের লি নাও। প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ড স্লামের একক শিরোপাজয়ী লি না ৮০ লাখ ডলার আয় করে আছেন আটে।

No comments

Powered by Blogger.