আজ চতুর্থ দফার ভোট গ্রহণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ মঙ্গলবার চতুর্থ দফায় ভোট নেওয়া হবে। চার জেলার ৬৩টি আসনে এ ভোট নেওয়া হবে। জেলা চারটি হলো হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বর্ধমান। বর্ধমানের ২৪টি আসনের মধ্যে আজ ভোট নেওয়া হবে ১২টিতে। মোট ২৯৪টি আসনের এ নির্বাচনে ছয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। গত ১৮ এপ্রিল ভোট গ্রহণ শুরু হয়। এরই মধ্যে তিন দফা নির্বাচনে ১৭৯টি আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ৭ মে বাকি ৫২টি আসনে ভোট নেওয়া হবে।
আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬৬ জন প্রার্থী। তাঁদের মধ্যে নারী প্রার্থী ৩৯ জন। বামফ্রন্ট, কংগ্রেস-তৃণমূল জোট ও বিজেপি সব কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ আসনগুলোর মোট ভোটার এক কোটি ২৬ লাখ ১১ হাজার ১৭৩ জন।
আজ ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের সাতজন মন্ত্রীর। তাঁরা হলেন শিল্পমন্ত্রী নিরুপম সেন, উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী, কৃষিমন্ত্রী নরেন দে, অগ্নিনির্বাপণমন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায়, খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী মোহান্ত চট্টোপাধ্যায়, কারিগরি শিক্ষামন্ত্রী চক্রধর মাইকাপ এবং তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৌমেন্দ্রনাথ বেরা।

No comments

Powered by Blogger.