মরিনহোর কৌশলে জিদানেরও আপত্তি

সমালোচনার পর সমালোচনা শুনেই দিন কাটছে হোসে মরিনহোর। শত্রুপক্ষ তো বটেই, ‘এল ক্লাসিকো’তে মরিনহোর ট্যাকটিকস নিয়ে ঘরের লোকেরাই সমালোচনা করছেন বেশি। রিয়ালের সাবেক তারকা আলফ্রেডো ডি স্টেফানো, সাবেক সভাপতি র্যামন কালদেরনের পর এবার জিনেদিন জিদানের কাঠগড়ায় মরিনহো।
রিয়াল মাদ্রিদ সভাপতির ব্যক্তিগত উপদেষ্টাও সমালোচনা করেছেন মরিনহোর কৌশলের। রিয়াল মাদ্রিদকে ২০০১-০২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতানো তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার অসন্তুষ্ট মরিনহোর একাদশ নির্বাচন নিয়েও। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কেন এক মিনিটের জন্যও করিম বেনজেমাকে নামানো হলো না, এই হিসাবটা কিছুতেই মেলাতে পারছেন জিদান।
জিদান মনে করেন, অন্তত দ্বিতীয় লেগে অবশ্যই বেনজেমাকে নামানো উচিত ছিল। মরিনহোর ওপর নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে দায়িত্ব পালন করেন সহকারী কোচ আইতর কারাঙ্কা। তিনজন খেলোয়াড় বদলের সুযোগ থাকলেও তিনি বদল করেন দুজন, হিগুয়েইনের পরিবর্তে নামান আদেবায়োরকে ও কাকার জায়গায় মেসুত ওজিলকে।

No comments

Powered by Blogger.