আইসিসির আচরণে বিস্মিত এহসান মানি

কিছুদিন আগেই শ্রীলঙ্কান ক্রিকেটারদের ম্যাচপাতানো নিয়ে এক বোমা ফাটানো মন্তব্য করেছেন সাবেক লঙ্কান অধিনায়ক হাশান তিলকারত্নে। তিনি অভিযোগ করেছিলেন, ১৯৯২ সাল থেকেই লঙ্কান ক্রিকেটাররা ম্যাচপাতানোর সঙ্গে জড়িত। তবে কয়েক দিন পর অবশ্য খোলাখুলি সবার সামনে বিষয়গুলো বলতে অসম্মতি জানান তিলকারত্নে। তাঁর এই আচরণটা অনেককেই অবাক করেছে। তবে তাঁর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসি যে রকম নীরব আচরণ করছে, তাতেই বরং বেশি অবাক হয়েছেন আইসিসির সাবেক প্রধান এহসান মানি।
২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসি প্রধানের দায়িত্ব পালন করেছেন মানি। সম্প্রতি এই ব্যাপারটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘তিলকারত্নের অভিযোগ খুবই গুরুতর। আইসিসির বিষয়টা সেভাবেই বিবেচনা করা উচিত। এ রকম বিষয়গুলোতে আইসিসির একটা পরিষ্কার অবস্থান থাকা উচিত। তাদের এই নীরবতা দুর্নীতি বন্ধ করতে কোনোই ভূমিকা রাখবে না। তাদের এখন বিষয়গুলো স্পষ্টভাবে মোকাবিলা করা প্রয়োজন। তাদের এই চুপ থাকার উদ্দেশ্য আমি কিছুতেই বুঝতে পারছি না।’
সবার সামনে না বললেও আইসিসির সামনে সব কথা বলবেন বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন তিলকারত্নে। আইসিসিকে খুব দ্রুতই তিলকারত্নের সঙ্গে যোগাযোগ করার তাগিদ দিয়েছেন মানি। তিনি বলেছেন, ‘যদি এখনো আইসিসির দুর্নীতি-বিরোধী ইউনিট তিলকারত্নের সঙ্গে যোগাযোগ না করে থাকে, তাহলে তাদের খুব দ্রুতই সেটা করা উচিত।’

No comments

Powered by Blogger.