লরা বাগবোকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ

আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরা বাগবোকে দেশটির তদন্তকারী কর্মকর্তারা গতকাল শুক্রবার ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। গ্রেপ্তারের পর বাগবোকে জিজ্ঞাসাবাদের ঘটনা এটাই প্রথম।
আইভরি কোস্টের উত্তরাঞ্চলীয় কোরহোগো শহরের একটি বাড়িতে রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি বাগবোকে জিজ্ঞাসাবাদ করেন। এ বাড়িতেই বাগবোকে গৃহবন্দী রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় বাগবোর দুই ফরাসি আইনজীবীর উপস্থিত থাকার কথা ছিল। তবে আইভরি কোস্ট কর্তৃপক্ষ তাঁদের থাকার অনুমতি না দেওয়ায় তাঁরা বিমানবন্দর থেকেই দেশে ফিরে যান।
গতকালই রাজধানী আবিদজানে প্রেসিডেন্ট হিসেবে আলাসেন ওয়াতারার আনুষ্ঠানিক শপথ নেওয়ার কথা। গত বছরের নভেম্বরে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ওয়াতারা।
কিন্তু, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্ষমতা আঁকড়ে থাকেন বাগবো। এতে দেশটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং বহু লোক হতাহত হয়।

No comments

Powered by Blogger.