চীন ৫০টি জেএফ-১৭ থান্ডার জঙ্গি বিমান দিচ্ছে পাকিস্তানকে

চীন শিগগির পাকিস্তানকে ৫০টি জেএফ-১৭ থান্ডার জঙ্গি বিমান সরবরাহ করবে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি একজন কর্মকর্তা গত বুধবার এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের ওই কর্মকর্তা জানান, কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা বিমানগুলো পেতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারই এ মর্মে একটি চুক্তি হওয়ার কথা ছিল। ওই কর্মকর্তা জানান, পাকিস্তান ও চীন এরই মধ্যে যৌথভাবে জেএফ-১৭ জঙ্গি বিমান তৈরি করছে। কিন্তু ইসলামাবাদকে যে ৫০টি জঙ্গি বিমান দেওয়া হচ্ছে, সেগুলোয় অন্যগুলোর চেয়ে বেশি আধুনিক যন্ত্রাংশ থাকবে। কর্মকর্তা আরও জানান, চীনের অর্থায়নে নির্মিত এসব জঙ্গি বিমান পাকিস্তানি বিমান বাহিনীর কৌশলগত দক্ষতা বাড়াবে এবং দেশটির প্রতিরক্ষাব্যবস্থাকে জোরদার করবে।
চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। দেশ দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে পরিচিত।
এদিকে চীনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মাসুদ আহমেদ খান জানিয়েছেন, বেইজিং ইসলামাবাদকে ৪০ কোটি মার্কিন ডলারেরও বেশি সাহায্য দেবে। এর মধ্যে ১০ কোটি ডলার হবে সহজ শর্তে ঋণ।

No comments

Powered by Blogger.