পশ্চিমবঙ্গে সিপিএমের কার্যালয় থেকে অস্ত্র উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার সিপিএম (এম) কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। চার দিন ধরে অভিযান চালিয়ে পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। এ সময় মেদিনীপুর সদরের জঙ্গলমহলের কঙ্কাবতী ও শালবনি এলাকায় অস্ত্র তৈরির একটি কারাখানার সন্ধান পায় পুলিশ।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্র ছাড়াও বিপুল পরিমাণ মুখোশ ও কালো কাপড় উদ্ধার করা হয়েছে। অস্ত্র তৈরির কাঁচামালের বিবরণ ও কর্মীদের নামের তালিকাসংক্রান্ত একটি খাতা উদ্ধার করেছে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘চার দিনের অভিযান চলাকালে ঠিক কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে, নিশ্চিত করে বলা মুশকিল। তবে তিন শতাধিক হবে, এতে কোনো ভুল নেই।’
এদিকে, পশ্চিম মেদিনীপুরে কংশবালি নদীর তীর থেকে গত বুধবার দুটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

No comments

Powered by Blogger.