কেটের বিয়ের আংটি

কেট মিডলটনের বিয়ের আংটি তৈরি করেছেন যুক্তরাজ্যের ওয়েলসের স্বর্ণকারেরা। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর আদরের নাতি প্রিন্স উইলিয়ামকে উপহার হিসেবে এক টুকরো সোনা দিয়েছিলেন। তা থেকে আংটিটি তৈরি করা হয়। এটি আজ বিয়ের অনুষ্ঠানে কেটের আঙুলে পরাবেন উইলিয়াম। গতকাল শুক্রবার ব্রিটিশ রাজপ্রাসাদ থেকে এ কথা জানানো হয়।
রাজপ্রাসাদ সূত্রে জানা যায়, ওয়েলসের উত্তরে ক্লগাউ সেন্ট ডেভিডস খনি থেকে আহরিত সোনা দিয়ে কেটের বিয়ের আংটি তৈরি করা হয়েছে। গত শতকের বিশের দশক থেকে ওই খনির সোনা ব্রিটেনের রাজপরিবারে বিয়ের আংটিতে ব্যবহূত হয়ে আসছে।
গত নভেম্বরে উইলিয়াম ও কেট যখন তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন, ওই সময় রানি দ্বিতীয় এলিজাবেথ ওই সোনা উইলিয়ামকে দেন। আজ বিয়ের প্রধান সহচর প্রিন্স হ্যারি ওই আংটি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে বড় ভাই উইলিয়ামের হাতে দেবেন। উইলিয়াম ওই আংটি কনে কেটের আঙুলে পরাবেন।

No comments

Powered by Blogger.